সেলােফেন
এক ধরনের প্লান্টিক আছে। নাম তার সেলােফেন প্লান্টিক। আমার সেলােফেন প্লান্টিক না বলে কেবলমাত্র সেলােফেন কথাটাই ব্যবহার করে থাকি এবং এক বিশেষ ধরণের পাতলা ও ধস্থ কাগজকেই বুঝে থাকি। মজবুত এবং নমনীয়, হঠাৎ ছিড়ে ফেলা যায় না, দেখতে ও ভারি সুন্দর। দােকানের যে কোন চকচকে ও সা প্যাকেট ঐ সেলােফেন কাগজ দিয়েই তৈরী। তাছাড়া অন্যান্য কাজে ও সেলােফেনকে ব্যবহার করা হয়।
সেলােফেনও হচ্ছে সেলুলােজ গােষ্ঠীর অন্তর্ভুক্ত। তুলাের আঁশকে প্রথমে কস্টিক সােডার সঙ্গে বিক্রিয়া করিয়ে ক্ষারীয় সেলুলোজ উৎপাদন করা হয়। তারপর তার সঙ্গে মেশানাে হয় কার্বন-ডাই-সালফাইড। এই বিক্রিয়ায় উৎপন্ন হয় সেলুলােজ জ্যানথেট নামে একটি যৌগিক পদার্থ। পরিস্রাবণ পদ্ধতিতে সেলুলােজ জ্যানথেট পৃথক করে এবং ওকে সূক্ষ্ম ছিদ্র পথে চালনা করে অতি দ্রুত অ্যামােনিয়াম সালফেট ও সালফিউরিক অ্যাসিড মিশ্রিত একটি পাত্রের মধ্যে ঢালা হয়। সর্বশেষে পদার্থটিকে সালফার মুক্ত করিয়ে গ্লিসারলপূর্ণ পাত্রের মধ্যে চালনা করা হয়। গ্লিসারল শােষণ করে নেওয়ার পর বস্তুটি হয়ে উঠে সুন্দর ও নমনীয়। তারপর রজন, মােম প্রভৃতি মিশিয়ে চমৎকার সেলােফেনে রূপান্তরিত করা হয়।
