স্যামসাং গ্যালাক্সি এস ১০ প্রাস স্মার্টফোনে সেলফি তুতেছিলেন ব্রিটিশ মডেল ও অভিনেতা কারাদেলেভিন । বেশির ভাগ সেলফি ঠিকানা যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে হয় কারারটি নয় । সেই সেলফি মহাশূন্যে পাঠাতে চেয়েছিল স্যামসাং । ব্যর্থ হলো সে অভিযান । সেলফি বহ্ন কার বেলুনটি দিক পালটে মুথ থুবড়ে মাটিতে পড়েছে ।
স্যামসাংয়ের বেলুন পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানে (ইনসেটে ) সেলফি তুলছেন কারা ডেলেভিন
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্যারিয়ট কাউন্টির ন্যান্সি মাম্বি ___ ওয়েলকি তার থামারবাড়ির নাম্নে জোরালো শব্দ শুনতে পান । বের হয়ে দেখেন বড়সড় কিছু একটা পড়ে আছে । ফেশবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন অবিশ্বাস্য । দেখ আকাশ থেকে কী পড়েছে ।এমোণকী ৯১১ অ হতবুদ্ধি হয়ে পড়েছে।
এনবিসি নউজকে মামবি---- ওয়েলকি বলেন , এটা আকাশ থেকে পড়েছে। দেখতে স্যাটেলাইটের মতো । যন্ত্রটিতে স্যামসাং এবং সাউথ ডাকোটিভিত্তিক বেলুন উৎপাদনকারী প্রতিষ্ঠান র্যাভেন ইন্ডাস্ট্রিজের লোগো ছিলো। শোষোন্ত প্রতিষ্ঠানটি পরে সে যন্ত্র সংগ্রহ করে নিয়ে য়ায ।
এদিকে স্যামসাং দাবি করছে, পরিকল্পনা করেই নির্থারিত অঞ্চলে ল্যান্ডিং করানো হয়েছে । এনবিসি নিউজকে তারা জানিয়েছে, কোনো ক্ষ্যক্ষতি হয় নি এবং ঘটনার পরপরই বেলুনটি সরিয়ে নেওয়া হয়। যেকোনো ধরনের সমস্যার জন্য আমার দুঃখ প্রকাশ করশি।
বেলুনের সঙ্গে থাকা ঝুড়িতে একটি গ্যালাক্সি এস ১০ ফাইভ- জি মডেলের স্মার্টফোন ছিল। ব্যবহারকারীর একটি ও্যেবসাইটের মাথ্যমে নিজেদের তোলা সেলফি জমা দিলে তা থেকে নির্বাচিত কিছু ছবি সে স্মার্টফোনের পর্দায় দেখানো হতো। আর তার পণ্যদূত ছিলেন কারা ডেলেভিন। এভাবে মহাকাশ বিশ্বের পেথম সেলফি পাঠাতে চেয়েছিল স্যামসাং স্পেসসেলফি আয়োজনটি বেশ সাড়াও ফেকেছিল। তবে শেষ্টা ভালো না । সূএ ; ( দ্য ভার্জ ) ( প্রথম আলো )
স্যামসাংয়ের বেলুন পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানে (ইনসেটে ) সেলফি তুলছেন কারা ডেলেভিন
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্যারিয়ট কাউন্টির ন্যান্সি মাম্বি ___ ওয়েলকি তার থামারবাড়ির নাম্নে জোরালো শব্দ শুনতে পান । বের হয়ে দেখেন বড়সড় কিছু একটা পড়ে আছে । ফেশবুকে ছবি পোস্ট করে তিনি লিখেছেন অবিশ্বাস্য । দেখ আকাশ থেকে কী পড়েছে ।এমোণকী ৯১১ অ হতবুদ্ধি হয়ে পড়েছে।
এনবিসি নউজকে মামবি---- ওয়েলকি বলেন , এটা আকাশ থেকে পড়েছে। দেখতে স্যাটেলাইটের মতো । যন্ত্রটিতে স্যামসাং এবং সাউথ ডাকোটিভিত্তিক বেলুন উৎপাদনকারী প্রতিষ্ঠান র্যাভেন ইন্ডাস্ট্রিজের লোগো ছিলো। শোষোন্ত প্রতিষ্ঠানটি পরে সে যন্ত্র সংগ্রহ করে নিয়ে য়ায ।
এদিকে স্যামসাং দাবি করছে, পরিকল্পনা করেই নির্থারিত অঞ্চলে ল্যান্ডিং করানো হয়েছে । এনবিসি নিউজকে তারা জানিয়েছে, কোনো ক্ষ্যক্ষতি হয় নি এবং ঘটনার পরপরই বেলুনটি সরিয়ে নেওয়া হয়। যেকোনো ধরনের সমস্যার জন্য আমার দুঃখ প্রকাশ করশি।
বেলুনের সঙ্গে থাকা ঝুড়িতে একটি গ্যালাক্সি এস ১০ ফাইভ- জি মডেলের স্মার্টফোন ছিল। ব্যবহারকারীর একটি ও্যেবসাইটের মাথ্যমে নিজেদের তোলা সেলফি জমা দিলে তা থেকে নির্বাচিত কিছু ছবি সে স্মার্টফোনের পর্দায় দেখানো হতো। আর তার পণ্যদূত ছিলেন কারা ডেলেভিন। এভাবে মহাকাশ বিশ্বের পেথম সেলফি পাঠাতে চেয়েছিল স্যামসাং স্পেসসেলফি আয়োজনটি বেশ সাড়াও ফেকেছিল। তবে শেষ্টা ভালো না । সূএ ; ( দ্য ভার্জ ) ( প্রথম আলো )

