শীতাতপ নিয়ন্ত্রণ
বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি এবং বায়ুর তাপমাত্রা আমাদের দৈহিক চ্ছিন্দ্য ও অস্বাচ্ছন্দ্য বােধের একমাত্র কারণ। গরমদেশে গ্রীষ্মকালে ভয়ানক মােটের কথা কে না জানে? অথচ একটি শীতাতপ-নিয়ন্ত্রিত কক্ষে গুমােটের নয় বসে থাকলে কতই না আরাম বােধ হয়। শীতের সময়ও তাই। বাহিরে যখন হাড় কাঁপানাে শীত, প্রচর শীতের পোশাক গায়ে জড়িয়েও দাঁতকপাটি লেগে যায়, তখন শীতাতপ-নিয়ন্ত্রিত কক্ষে সাধারণ একটা জামা গায়ে দিয়েও বসে থাকতে অসুবিধা হয় না। তাই আজকাল বড় বড় অফিস, কোন কোন কলকারখানা এবং প্রেক্ষাগৃহগুলিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। বায়ুর তাপমাত্রা যদি সব সময় একই থাকত এবং বাতাসে জলীয় বালের পরিমাণ যদি এ্রাস-বৃদ্ধি না হত, তাহলে আমাদের কোন সময় অঙ্গ্তি বােধ হত না। আমাদের অস্বস্তি বােধের একটা বড় কারণ বাতাসে জলীয় বাশের পরিমল বৃদ্ধি।
সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহে এবং গরম দেশে জলের বশীভবন দ্রুত হয় বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ বেশী থাকে। ঐ জলীয় বাস্পের পরিমাণ বাতাসে যখন বেশী থাকে না, তখন আমাদের শরীরের ঘাম সহজে বাস্পীভূত হয়ে যায়। কারণ, বাতাস জলীয় বাষ্পে সম্পৃক্ত না থাকার জন্য বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যথেষ্টই থাকে। বাস্পীভবনে শৈত্যের উৎপত্তি হয় বলে দেহের ঘাম তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ায় বেশী অস্বস্তি বােধ হয় না।
অতএব বােঝা যায়, বায়ুতে জলীয় বাম্পের পরিমাণ বাড়া এবং কমার সঙ্গে আমাদের দৈহিক অস্বস্তি বােধ বাড়ে কিংবা কমে। বাতাসের উষ্ণতা যদি বেশীও হয়, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে অস্বস্তি বােধ তেমন হয় না। জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে ধীরে ধীরে বাড়তে থাকলে এমন একটা পরিস্থিতি আসবে, যখন বায়ু আর এক তিলও জলীয় বাষ্পকে ধরে রাখতে পারবে না । তখন আমরা বলব, বাতাস জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে পড়েছে। বিশেষ উপায়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করার ব্যবস্থা আছে।
কোন এক সময়ে একটা নির্দিষ্ট তাপমাত্রার বায়ুর কোন নির্দিষ্ট আয়তনে অবস্থিত জলীয় বাষ্পের ভরের সঙ্গে সেই আয়তনকে সেই উষ্ণতায় সম্পৃক্ত করতে যে ভরের জলীয় বাষ্পের প্রয়ােজন হয়, সেই দুই ভরের অনুপাতকে বলে আপেক্ষিক আর্দ্রত। কোন কোন সংবাদপত্রে সেই দিনের আবহাওয়া সংবাদে লেখা থাকে আপেক্ষিক আর্দ্রতা ৮০%। কথাটির অর্থ হচ্ছে, সেই দিনের একটা নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়ােজন, তার শতকরা ৮০ ভাগ জলীয় বাষ্প বায়ুতে আছে। সাধারণতঃ বায়ুর তাপমাত্রা যদি ৭৫° ডিগ্রী ফারেনহাইট বা ২৪° ডিগ্রী সেন্টিগ্রেড থাকে এবং ঐ তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা যদি শতকরা ৫০ ভাগ হয় তাহলে আমাদের দৈহিক বাচ্পের পরিমাণ বাড়লে অস্বস্তি অনুভূত হবেই।