স্টেথোস্কোপ //Stethoscope
থিয়ােফিল লেনেক নামে এক ডাক্তার প্যারিসের এক নামকরা হাসপাতালে চাকরি করতেন।
একদিন হাসপাতালে ভর্তি হলো একটি বিশেষ ধরণের রােগী। রােগটা বেশ জটিল বলে ডাক্তার লেনেক অনেকক্ষণ ধরে রােগীকে দেখলেন। শেষে বুঝতে পারলেন, রোগটা বুকের।
সেকালে ষ্টেথ কোপ আবিষ্কৃত না হওয়ায় ডাক্তারকে বুকে কান ঠেকিয়ে পিণ্ডের “ধুক” “ধুক" শব্দটা শুনতে হতো। ডাক্তার লেনেও তাই করলেন। কিন্তু রোগীর হৃৎপিণ্ডের সেই ধুক ধুক শব্দটা এত ক্ষীণ ছিল যে ডাক্তার কিছুতেই ধরতে পারলেন না বােগটাকে।
বড় মনমরা হয়ে উঠলে ডাক্তার। এত বেশী মন খারাপ হলাে যে, ডিউটি সন্ধ্যায় শেষে তিনি বাসায় না ফিরে ভাবতে ভাবতে সােজা চলে গেলেন কাছের একটা পার্কের দিকে। তারপর সেইখানে একটা জায়গায় বসে চিন্তা করতে লাগলেন রােগীটির কথা।
এক সময় তার মন কেড়ে নিল, পার্কের এককোণে বসে থাকা দুটি ছােট ছোট ছেলে। তাদের সামনে পড়ে আছে একটা কাঠের পুর তক্ত্য। তক্তার দুপাশে দুজন বসে। একজন তত্তাটার একপাশে মুখ ঠেকিয়ে কী যেন বলছে এবং টোকা মারছে আর ওপাশের ছেলেটা কান ঠেকিয়ে শুনছে এবং হি হি রে হাসছে। তারপর ওপাশের ছেলেটার পালা। সেও আগের ছেলেটির মত টোকা মারছে আর কথা বলছে। তখন এ পাশের ছেলেটা কান পেতে শুনে হাসছে।
হেলে দুটোর ঐ মজার খেলা দেখে বিদ্যুৎ চমকের মত একটা কথা ডাক্তার
লেনেকের মাথায় এসে গেল। বাসায় না গিয়ে সােজা হাজির হলেন
হাসপাতালে। একরকম ছুটতে ছুটতে তাকে হাসপাতালে পৌঁছাতে দেখে নার্সরা অবাক হলেন। ডাক্তার সামনের নার্সটির দিকে তাকিয়ে একখানা মােটা কাগজ আনার নির্দেশ দিলেন এবং নিজে সােজা ঢুকে পড়লেন নতুন রােগীটির ঘরে। যথাসময়ে নার্সটি গোল করে পাকালেন। চোঙের মতকরে মাঝখানটা ফাকাও রাখলেন। এবার সেই নলের একপ্রান্ত রােগীর বুকে ঠেকিয়ে অপরপ্রান্তে ঠেকালেন নিজের কান।
যা ভেবেছিলেন ঠিক তাই-ই হলাে। অতি ক্ষীণ শব্দটাও জোরালাে হয়ে মুখখানা। রােগটা ধরা পড়ায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসায় ফিরে গেলেন। ডাক্তার লেনেক এরপর থেকে ঐ কাগজের নল রােগীর বুকে চেপে বুক
পরীক্ষা করতেন। করতেন। মাঝে মাঝে এক আধটু অসুবিধে হতাে। সেই অসুবিধাকে দুর করার জন্য তিনি ছুতাের মিস্ত্রীকে ডাকিয়ে দুটি কাঠের নল তৈরি করে নিয়েছিলেন। দুটি নলকে যুক্ত করেছিলেন একটা পাতলা কাঠের চাকতির উপর। যখন রােগীর বুক পরীক্ষা করতে হতাে তখন ঐ চাকতিটা রােগীর বুকে চেপে ধরতেন এবং দুটি নলের প্রান্ত গুঁজে দিতেন কানের ভেতরে।
ডাক্তারদের বুক পরীক্ষার যন্ত্র ষ্টেথসকোপের জন্ম হয়েছে ঠিক এইভাবে ডাক্তার লেনেকের হাতে। পরবর্তীকালের যন্ত্রটির অনেক উন্নতি হয়েছে এবং উন্নতি হতে হতে আজকের ষ্টেথসকোপ অবােধ শিশুদের অতি সাধারণ একটা খেলাকে অবলম্বন করে এমন একটা মহৎ আবিষ্কার- আশ্চর্যজনক ঘটনা নয় কী?


