বিজয়ী বনাম বিজেতা (Winners versus losers)

 বিজয়ী বনাম বিজেতা (Winners versus losers)


বিজয়ীরা সব প্রশ্নের উত্তর খোজেন বিজিতরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত। বিজয়ীদের একটি কার্যক্রম থাকে



বিজিতদের থাকে সর্ববিষয়েই অজুহাত।

বিজয়ীরা বলেন, “তােমার হয়ে কাজটা করে দিচ্ছি বিজিতরা বলেন, 'এটা আমার কাজ নয়। বিজয়ীরা


প্রতি সমস্যার একটা সমাধান দেখতে পান বিজিতরা প্রতি সমাধানের একটি সমস্যা দেখেন।


বিজয়ীরা বলেন, -"কাজটি কঠিন, কিন্তু করা সম্ভব। বিজিতরা বলেন, “কাজটি করা গেলেও এটি খুবই কঠিন"


বিজয়ীরা ভুল করলে স্বীকার করেন, "ভুলটা আমারই" বিজিতরা ভুল করলে বলেন,-“এটা আমার দোষ


বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেন বিজিতরা প্রতিশ্রুত দেন। বিজয়ীরা বলেন,


বিজিতরা বলেন,


নয়


“আমি অবশ্যই কিছু করব" / “কিছু করা উচিত ।


বিজয়ী ব্যক্তি দলের একজন সদস্যরূপে কাজ করেন বিজিত ব্যক্তি দলের থেকে পৃথক একজন রূপে কাজ করেন ।


বিজয়ীরা প্রাপ্তির প্রতি নজর দেন বিজিতরা ক্ষতির দিকে নজর দেন। বিজয়ীরা সম্ভা বিচার করেন।


বিজিতরা সমস্যা বিচার করেন y বিজয়ীরা জয়ে বিশ্বাস করেন / বিজিতরা ভাবেন জয়ী হলেও অন্য একজনের পরাজয় হবে।


বিজয়ীরা ক্ষমতা ও সম্ভাবনা দেখেন বিজিতরা দেখেন অতীত বিজয়ীরা থার্মোস্টাট যন্ত্রের ন্যায় উষ্ণতা নিয়ন্ত্রণ করে


বিজিতরা থার্মোমিটারের ন্যায় উষ্ণতা মাপে।


বিজয়ীরা বিবেচনা করে কথা বলে বিজিতরা যা মনে করে তাই বলে ।


বিজয়ীরা কঠিন তর্কে মােলায়েম বাক্য ব্যবহার করে বিজিতরা সহজ বিতর্কে কঠিন বাক্য ব্যবহার করে। বিজয়ীরা মূল্যবােধের ক্ষেত্রে আপন করেন, কিন্তু সামান্য ব্যাপারে আপস করেন।


বিজিতরা মূল্যবােধের ক্ষেত্রে আপস করেন, কিন্তু সামান্য বিষয়ে দৃঢ় হন। বিজয়ীরা সহমর্মিতার দর্শন অনুসরণ করেন, এবং বলেন, “ যা তুমি নিজের ক্ষেত্রে করা পছন্দ কর না, তা অপরের ক্ষেত্রেও করবে না"


বিজিতরা এই নীতি অনুসরণ করেন, “তােমার প্রতি কঠোর আচরণ করার আগেই


তুমি অপরের প্রতি সেই আচরণ কর।” বিজয়ীরা ঘটতে দেন।


বিজিতরা জয়ের পরিকল্পনা করেও প্রস্তুতি নেয়, প্রস্তুতিই তাদের নিকট গুরুত্বপূর্ণ ।

Post a Comment

Previous Post Next Post