জাকির নায়েকের ধর্ম প্রচার যে ভাবে শুরু হয়

 "দুনিয়া কাঁপানো বক্তা শায়েখ আহমদ দিদাত বক্তৃতা দিতে ভারতে এলেন, দিদাতের বাগ্মিতা আর বক্তৃতা দেখে দারুন অনুপ্রানিত হল এক যুবক"।



   যুবকটি তখন সবেমাত্র মেডিকেলের ছাত্র, যুবকটির মায়ের ইচ্ছা ছেলে নামকরা সার্জেন হবে, কিন্তু যার বক্তৃতা দিয়ে সারাদুনিয়া কাঁপানোর কথা তাকে কি অপারেশনের কাটাছুরিতে মানায়...?  যুবকটি পাশ করে ঠিকই বের হল।কিন্তু না,ডাক্তারি তে বেশিদিন মন বসেনি, তাকে দিদাত হতেই হবে,ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারনা ভাংতে হবে। . কে জানতো পরবর্তিতে এই যুবকেই সয়ং দিদাত "দিদাত + উপাধি" দিবেন..!! কে জানত, পরবর্তিতে এই যুবক, ছারিয়ে যাবেন দিদাত কেও..!! আপনারা টিভিতে অনেকবার যুবকটির বক্তৃতা দেখেছেন।  "অসাধারণ মেমরি আর দারুন যুক্তি দেখে বিস্নিত হয়েছেন,যুবকটির নাম ডঃ জাকির নায়েক স্যার" . তাসলিমা নাসরিন, যার লেখা বইগুলু চটি গল্প হিসেবে ও বিক্রি হতনা, সেই চটিবাজ নাসরিন হঠাত সবার নজরে আসছিল কুরানে ভুল আছে,ইসলাম নাকি নারী কে মর্যাদা দেয়নি এসব ছাইপাঁশ লিখে। . ফলাফল, বাংলার মুসলমান দেরধাউয়া খেয়ে তসলিমা নাসরিন ভারতে পালাল, ১৯৯৪ সালে। ভারতে পউছেই তসলিমার গলাবাজি,মুসলমানররা নাকি যুক্তিতে পারেনা,পারত যদি তার লেখাগুলার উত্তর দিত।   . এগিয়ে এলেন "জাকির" এক সংবাদ সম্মেলনে জাকির নায়েক তসলিমার খুড়া যুত্তি খন্ডন করে তসলিমাকে অপেন চ্যালেঞ্জ দিলেন,এক যুগ পার হলেও তাসলিমার সাহস হয়নি।। . খ্রিস্টান পন্ডিত উইলিয়াম কেম্পবেল দীর্ঘদিন যাবত দাবি করছিল আল কুরআনে নাকি অনেক ভুল আছে। উইলিয়াম কেম্পবেলকে খন্ডন করার তেমন কাউকে পাউয়া যাচ্ছিল না,কারন কেম্পবেল আবার কথায় কথায় বিজ্ঞানের পেচাল পারে।  . এগিয়ে এলেন জাকির নায়েক, ২০০০ সালে আমেরিকা  তে হাজার হাজার মানুষের সামনে জাকির নায়েক প্রমাণ করলেন কুরানের কোন ভুলত্রুটি নাই ,বরং বাইবেলের ভুল বার করলেন, কুরানের অনেক কিছুর কথা ১৪০০ বছর আগে বলে দেউয়া হয়েছে যা বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে।  হার মানলেন কেম্পবেল। . এছাড়াও ভারতের হিন্দু ভাইদের বর্তমান ধর্মীয় গুরু শ্রী শ্রী রবি শংকর ডাঃ জাকির নায়েকের কাছে উনাকেও হার মানতে হোয়েছে। . আজ সেই সাধারন যুবক আল্লাহর রহমতে বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছেন, আল্লাহ তায়ালা তাঁনার নেক হায়াত দান করুন,সকল সড়যন্ত্র থেকে হেফাজত করুন, ইলমি জজবা আরো বৃদ্ধি করে দিন, আমিন ইয়া রাব্বুল আলামীন।

Post a Comment

Previous Post Next Post